লকডাউনের পর আরও বেশী মনকেমন করছে? অফিস - কাছারি সব খুলে গেলেও বেড়াতে যাওয়া এখন ও অথৈ জলে? তবে এই পোস্ট আপনারই জন্য।
লকডাউনের দিনগুলো বাদ দিয়ে এক রাত বা দু রাতের জন্য বেড়িয়ে আসতে পারেন শান্তিনিকেতন, বোলপুর। সোনাঝুড়ি জঙ্গলের মধ্যে সুন্দর একটি ভিলেজ রিসর্ট।
ভয় নেই, ওনারা প্রায় নিজের বাড়ির মতই স্যানিটাইজ করছেন গোটা রিসর্টটিকে। অনেকে বলেন শুধুমাত্র দুর্দান্ত মাটন থালির লোভেই এখানে দুটো রাত কাটিয়ে আসা যায়। কাঁসার থালায় পরিবেশন এবং অন্যান্য স্টাফদের ব্যবহার ও প্রশংসনীয়।
এই পরিস্থিতি তে নিজেদের গাড়ি ছাড়া যাওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। সম্পূর্ণ স্যানিটাইজ করা গাড়িতে
হাওড়া, কলকাতা বা আশেপাশের শহরতলী অঞ্চল থেকে পৌছে যান রবি ঠাকুরের দেশে। ভাইরাসের চক্রান্ত থেকে বেরিয়ে দুটো দিন কাটিয়ে আসুন নিভৃতে। খোয়াই কোপাই আর সোনাঝুড়ি মাখা শান্তিনিকেতনে।
বুকিং অথবা বিশদ তথ্যের জন্য যোগাযোগ -
Phone - 9038367159 / 8479003369
Email - blowingwindtravel@gmail.com
website - blowingwindtourism.blogspot.com
No comments:
Post a Comment