Monday, 17 August 2020

সিক্সিন

ব্রিটিশ আমলের এক পাহাড়ী গ্রাম। নামটা বড় অদ্ভুত - সিক্সিন। পাইন, ধুপির রাস্তা পেরিয়ে, জনবসতি থেকে অনেক দূরে এর অবস্থান। নির্জনতা শব্দটি এই গ্রামের সাথে আগাগোড়া জড়িয়ে আছে। 


এন জে পি থেকে দূরত্ব ৬৫ কিলোমিটার। রাম্ভি নদীর ব্রিজ পেরোলেই পৌছে যাবেন নিরালা এক প্রান্তরে। অদূরেই রয়েছে সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নির্জনতার কারণেই নানা প্রজাতির পাখির দেখা মেলে এই গ্রামে।


 মেঘমুক্ত ভোরে দেখা দেয় সদাহাস্য কাঞ্চনজঙ্ঘা। 




সদাব্যস্ত জীবন থেকে দুই বা তিনটে দিন আলাদা করে রেখে বেড়িয়ে আসতেই পারেন উত্তরবঙ্গের এই অজানা পাহাড়ী গ্রামে। 




হোম স্টে এবং গাড়ি বুকিং এর জন্য -


ফোন - 9038367159 / 8479003369

ইমেল - blowingwindtravel@gmail.com

ওয়েবসাইট - http://blowingwindtourism.blogspot.com

No comments:

Post a Comment

সান্দাকফু - ফালুট ট্রেক

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুট। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এপ্রিল থেকে জুন সান্দাকফু যাওয়ার আদর্শ সময়। যারা বরফ ভালোবাসেন তারা ফে...