পাহাড়ের কোলে নিভৃতে একটা কাঠের বাড়ি।
![]() |
ছবি সৌজন্য - সোহম চৌধুরী |
পেছনে ঘন জঙ্গল আর সামনে দিয়ে বয়ে গেছে একচিলতে পাকদন্ডী পথ।
![]() |
ছবি সৌজন্য - সোহম চৌধুরী |
উত্তরবঙ্গে ৬,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এমনই এক সুন্দরী গ্রাম ঝান্ডি।
![]() |
ছবি সৌজন্য - সোহম চৌধুরী |
করোনার আবহে হোটেল বা হোম স্টে তে সংক্রমনের চিন্তা একেবারেই থাকবে না এই ট্যুর এ। গোটা একটা কটেজে শুধুমাত্র আপনি এবং আপনার বন্ধুজন কিংবা পরিবার। মাল জাংশন থেকে শুরু করে চেল নদী এবং গরুবাথান পেরিয়ে পৌছে যাবেন মেঘের দেশে।
![]() |
ছবি সৌজন্য - সোহম চৌধুরী |
আশেপাশে সাইট সিয়িং এর জন্য রয়েছে লাভা, লোলেগাঁও, রিশপ এবং সাবমেয়ং অরগ্যানিক টি গার্ডেন। ঝান্ডি থেকে অনায়াসেই পৌছে যাওয়া যায় রকি আইল্যান্ড, সুলতানেখোলা এবং ডুয়ার্স। সপ্তাহান্তে দুই বা তিন রাত কাটিয়ে আসতে পারেন নির্জন এই পাহাড়ী গ্রামে।
![]() |
ছবি সৌজন্য - সোহম চৌধুরী |
হোম স্টে এবং গাড়ি বুকিং এর জন্য যোগাযোগ -
ফোন - 9038367159 / 8479003369
ই-মেল - blowingwindtravel@gmail.com
ওয়েবসাইট - blowingwindtourism.blogspot.com
No comments:
Post a Comment