Sunday, 13 September 2020

সিটং

দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় রয়েছে ছবির মত সাজানো একটি হ্যামলেট, নাম সিটং। ভ্রমণপ্রেমীদের কাছে এই গ্রামটির নাম ‘কমলালেবুর গ্রাম’। শীতের শুরুতে প্রায় গোটা গ্রামটাই কমলা রঙে ঢাকা পড়ে যায়। সে এক অনবদ্য দৃশ্য।



সিটং এ ঢোকার মুখে বয়ে চলেছে তিরতিরে পাহাড়ী নদী রিয়াং। গ্রামের প্রতিটা বাড়িতেই রয়েছে ধাপ চাষের ব্যবস্থা এবং কমলা বাগান। খানিক চড়াই পেরিয়ে পৌছে যাওয়া যায় সিটং ভিউ পয়েন্ট।



 পায়ে হেঁটে ঘুরে বেড়াতে যাদের আপত্তি নেই তারা রিয়াং নদীর পার ধরে কিছুক্ষণ হেঁটে মহানন্দা স্যাংচুয়ারির কাছে পৌছে যেতে পারেন। সেখানে লুকিয়ে রয়েছে পাহাড়ের ধাপ বেয়ে নেমে আসা লেপচাঝোরা (‘ঝোরা’ অর্থাৎ প্রাকৃতিক ঝরনা)। 





বর্ষাকাল বাদে সারাবছর এখানে নানা প্রজাতির হিমালয়ান পাখির দেখা মেলে। নিউ জলপাইগুড়ি থেকে সড়কপথে সেবক - মংপু হয়ে পৌছে যাওয়া যায় সিটং। দূরত্ব ৫৭ কিলোমিটার। সপ্তাহান্তে দুই বা তিনদিন বেড়িয়ে আসতেই পারেন এই কমলালেবুর গ্রামে। 


হোম স্টে এবং গাড়ি বুকিং এর জন্য যোগাযোগ -

ফোন - 9038367159 / 8479003369

ই-মেল - blowingwindtravel@gmail.com

ওয়েবসাইট - blowingwindtourism.blogspot.com



No comments:

Post a Comment

সান্দাকফু - ফালুট ট্রেক

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুট। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এপ্রিল থেকে জুন সান্দাকফু যাওয়ার আদর্শ সময়। যারা বরফ ভালোবাসেন তারা ফে...