Sunday, 13 September 2020

ধোত্রে

 সিঙ্গালিলা ফরেস্টের অদূরে হিমালয়ের কোলে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম ধোত্রে। ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ধোত্রে ডে-ট্রেকারদের স্বর্গরাজ্য। ধোত্রে থেকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মাত্র ঘন্টা তিনেক ট্রেক করে পৌছে যাওয়া যায় টংলু। টংলু থেকে খুব অল্প সময়ে পায়ে হেঁটে ঘুরে নেওয়া যায় টুমলিং, মেঘমা ও চিত্রে। 


এখনও খুব বেশী হোম স্টে এবং হোটেল গড়ে না ওঠায় গ্রামটি অপেক্ষাকৃত নির্জন। নিউ জলপাইগুড়ি থেকে মানেভঞ্জং হয়ে সরাসরি পৌছে যাওয়া যায় ধোত্রে। সময় লাগে কম-বেশি তিন ঘন্টা। 


পাহাড়ে বেড়াতে এসে যারা গাড়ির ঘেরাটোপে বন্দী না থেকে হেঁটে বেড়াতে চান ইচ্ছেমত কিংবা হঠাৎ পাওয়া ছুটিতে ছোট্ট একটা ট্রেক করতে চান, তাঁরা নির্দ্বিধায় বেড়িয়ে আসতে পারেন ধোত্রে থেকে। 


হোম স্টে এবং গাড়ি বুকিং এর জন্য যোগাযোগ -

ফোন - 9038367159 / 8420020191

ই-মেল - blowingwindtravel@gmail.com

ওয়েবসাইট - blowingwindtourism.blogspot.com

No comments:

Post a Comment

সান্দাকফু - ফালুট ট্রেক

পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুট। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এপ্রিল থেকে জুন সান্দাকফু যাওয়ার আদর্শ সময়। যারা বরফ ভালোবাসেন তারা ফে...